তিনি সব সময় পরিবারের সকলকে নিয়ে চিন্তা করেন। নিজের খেয়াল না রাখলেও পরিবারের সকলের খেয়াল ঠিকই রাখেন। পরিবারের অভিভাবক, সর্বদা বিপদে পড়লে পাশে দাঁড়ায়। আমরা রহনপুর পৌরসভা বাসী মতিউর রহমান খান এর মত একজন আদর্শ মেয়র তথা অভিভাবক পেয়ে খুবই সৌভাগ্যবান। ছবিতে: রহনপুর ষ্টেশনপাড়া স্পোর্টস ক্লাব এর সাথে মতিউর রহমান খান , মেয়র, রহনপুর পৌরসভা।